ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে নানান পেশাজীবীদের জন্য নির্ভরযোগ্য প্লাটফর্ম। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একজন দক্ষ মানুষ তার সম্মানী পেয়ে থাকেন। কাজের জন্য আপনাকে অন্যের কাছে অনুরোধ করতে হয় না। শুধুমাত্র যদি আপনি কাজ জানেন এবং সঠিক প্লাটফর্ম বেছে নিতে পারেন।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং কি এবং এর কি কি কাজ আপনি করতে পারেন তা আমি আগের আর্টিকেল এ লিখেছিলাম যা আপনি এখানে দেখতে পারেন। আপনি যদি আপনার ক্যারিয়ার ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সঠিকভাবে কাজ শিখতে হবে এরপর কাজের সন্ধানে আপনাকে যে কোন প্লাটফর্মে একাউন্ট করে কাজের সন্ধান করতে পারেন। 

ফ্রিল্যান্সিং করার জন্য আমার কি করা উচিৎ

এখানে আপনাকে মনে রাখতে হবে, ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কাজের জন্য কারো কাছে অনুরোধ করতে হবে না, যদি আপনার প্রোফাইল সঠিক থাকে, আপনার ভালো রিভিউ থাকে, তাহলে আপনি নিয়মিত কাজ পেতে পারেন। তবে এরজন্য আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হলে আপনাকে যা করতে হবে

  • কাজের জন্য নিজের মনস্থির করা
  • সঠিকভাবে কাজ শিখা
  • যে কোন প্লাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করা
  • আপনার অভিজ্ঞতা সঞ্চয় করা
  • কাজের জন্য এপ্লাই করা
  • সঠিক সময়ে কাজ বুঝিয়ে দেয়া
  • বায়ারের সাথে নিয়মিত কাজ নিয়ে কথা বলা
  • সম্ভব হলে বায়ারের মন জয় করা কাজের মাধ্যমে

এতো গেলো ফ্রিল্যান্সার হতে হলে আপনার কি কি করা উচিৎ। ধরে নিন আপনি ঠিক করলেন আপনি কাজ করবেন, কারণ মুক্ত পেশার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ক্যারিয়ার গড়বেন না আপনি আপনার সামাজিক ও পারিবারিক ক্ষেত্রেও অবদান রাখতে পারবেন।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি কোথা থেকে কাজ শিখবো? কোন প্রতিষ্ঠান হতে আমি শিখতে পারি? কে আমাকে সঠিক গাইড লাইন দিবে।

হ্যাঁ আপনার সকল প্রশ্নের উত্তর আশাকরি নিচে পেয়ে যাবেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

কাজ শেখার আগে আপনি আগে ঠিক করুন আপনি কোন কাজ শিখে ফ্রিলান্সিং করতে চান। যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার অনেক মাধ্যম আছে। কোন কাজ আপনার জন্য সহজ, কোন কাজের চাহিদা ভালো আর কোন কাজ ভবিষ্যতে ভালো চাহিদা হতে পারে।

এবার আপনি আপনার চারিপাশে খোজ নিন, কোন প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং কাজ শেখায়, তারা কি অফলাইনে নাকি অনলাইনে কোর্স করান। তাদের কোর্সের মধ্যে কোন কোন বিষয় আছে, তারা কোর্স চলাকালীন সময়ে কি আপনাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারবে কিনা আর কোর্স ফি কতো?

যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের বাংলাদেশে তেমন কোন বিশ্ববিদ্যালয়ে পাঠ করানো হয় না, (নানান ধরনের কোর্স আছে যদিও তা ফ্রিল্যান্সের দের জন্য শর্ট কোর্স না) তাই অনেক প্রতিষ্ঠান নানান প্রান্তে গড়ে উঠেছে, যারা ফ্রিল্যান্সিং এর নানান শর্ট কোর্স করিয়ে থাকেন। তাই আপনার উচিৎ এদের সম্প্ররকে ভালোভাবে খোজ নেয়া, কারণ প্রতিদিনই প্রযুক্তির উন্নয়ন হচ্ছে আর তাই নতুন নতুন কলাকৌশল ও আপনাকে শিখতে হবে। প্ররনো কোর্স শিখে আপনার কোন লাভ নেই। 

অনেক সফল ফ্রিল্যান্সার আছেন, যারা নিজেদের কাজে সফলতা অর্জন করেছেন, তারাও নিজেরা অনলাইনে বা অফলাইনে কোর্স করিয়ে থাকেন, তাই আপনি চাইলে তাদের থেকেও শিখতে পারেন, এক্ষেত্রে আপনি তার সম্পর্কে আর তার কাজের ধরন সম্পর্কে জেনে নিবেন। অনেকে আছেন, যারা অল্প সময়ে নিজে কাজ অন্য জায়গা হতে কাজ শিখে নতুনদের শেখানোর চেষ্টা করেন, এটা ভালো দিক, নিজের অভিজ্ঞতা থেকে অন্যকে শেখানোর প্রচেষ্টা, তবে যিনি ভালো করে কাজ নিজেই শিখেনি, তিনি কিভাবে আপনাকে শেখাবেন তা আমার প্রশ্ন আপনার জন্য রইলো।

কাজ শেখার আগে কি করা উচিৎ

প্রযুক্তির কল্যানে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি, তাই অনেকের নামে ভালো-মন্দ শুনতে পাবেন, এক্ষেত্রে আপনি যদি এমন কারোর কাছে কাজ শিখতে যান, তবে মনে রাখতে হবে আপনি তার সম্পর্কে ভালো করে জেনে, বুঝে সিদ্ধান্ত নিবেন। অনেকে ভালো কাজ করলে অন্যরা তার প্রতি ঈর্ষান্মিত হয়ে তার সম্পর্কে খারাপ কথা প্রচার করে, যার ফলে আপনি হয়তো তার ভালো কাজটাকে নাও দেখতে পারেন। যদি দেখেন কারোর নামে অনেক চর্চা হচ্ছে তাহলে তার সম্পর্কে ভালো করে জেনে নিবেন, হয় তিনি ভালো কাজ জানেন বা জানেন না। তাই আপনি সিদ্ধান্ত নিবেন। যেহেতু এখানে আপনার ভবিষ্যৎ জড়িত আর টাকার ব্যাপার আছে।

আমি অনেককেই অভিযোগ করতে দেখেছি, অন্য জায়গায় কাজ শিখতে গিয়েছিলাম, তারা আমাকে সামান্য কাজ শিখিয়েছেন আর ভিডিও দেখে কাজ শিখতে বলেছেন, সঠিক গাইড দেন নাই। এমন অভিযোগ না করার জন্যই আপনাকে সঠিক প্রশিক্ষক আর প্রতিষ্ঠান কে বেছে নিতে হবে।

মনে রাখবেন সব প্রশিক্ষক শিক্ষক নন আর সব প্রতিষ্ঠান আপনাকে সঠিক গাইডলাইন নাও দিতে পারেন, এক্ষেত্রে আপনি ডিমোটিভেটেড হতে পারেন, আর নিজেকে ফ্রিল্যান্সিং হতে দূরে ঠেলে দিতে পারেন।

আমি কি নিজে কিছু শিখতে পারবো?

আপনি চাইলে নিজেও অনেক কিছু শিখতে পারেন, আর তার জন্য আপনার প্রশিক্ষক হলো ইন্টারনেট আর আপনি নিজেই। হ্যাঁ, ইন্টারনেটের কল্যানে আপনি গুগল ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কাজ অনায়াসেই শিখতে পারেন, নানান ধরনের কলাকৌশল বিভিন্ন ইউটিউব চ্যানেল হতেও আপনি শিখতে পারেন। এতে করে আপনার খরচা কমে যাবে, তবে সঠিকভাবে শিখতে হলে আপনাকে কোন প্রতিষ্ঠানের মাধ্যমেই শেখার চেষ্টা করতে হবে। কারণ হঠাৎ কোন প্রয়োজনে আপনি আপনার সেই প্রতিষ্ঠান হতেই হয়তো সাপোর্ট পেতে পারেন, যা ইউটিউব হতে পেতে অনেকটা সময় লাগতে পারেন। 

আমি আশায় বিশ্বাসী, তাই নিজের প্রতি আপনি আস্থা রাখুন, মনে সাহয় আনুন হ্যাঁ আপনি পারবেন। সঠিক প্রতিষ্ঠান হতে শিখতে পারলে আপনার জন্য ভালো, না হয়, ইউটিউব দেখে শেখার চেষ্টা করুন, প্রথমে কিছু ইনকাম করুন, এরপর সেই টাকা দিয়ে ভালো কোন প্রতিষ্ঠানের লং কোর্সে ভর্তি হয়ে যান। মনে রাখবেন, একটি ভালো প্রতিষ্ঠানের মাধ্যমেই আপনি ভালো সাপোর্ট পাবেন, একটি দক্ষ সাপোর্ট টিম পারে আপনাকে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বিভিন্ন কাজে নিযুক্ত আছেন, যারা প্রতিমাসে বাংলাদেশের অর্থনীতিতে ভালো অবদান রাখছে। আর পৃথিবীতে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের দিক হতে ২য় অবস্থানে আছে, আর তাই এর ভবিষ্যৎ ভালো যদি আপনি সঠিকভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। 

আপনার ফ্রিল্যান্সার ক্যারিয়ার সুখকর হোক এই প্রত্যাশায় রইলাম।

Leave a Comment